Site icon Jamuna Television

চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা শোভাযাত্রা বের করে। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থকরা তাদের বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত।

/আরএইচ


Exit mobile version