Site icon Jamuna Television

ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস জুনিয়র

গত মৌসুমটা স্বপ্নের মতো কাটালেও জিততে পারেননি ব্যালন ডি’অর। তবে সেই আক্ষেপ এখন কিছুটা কমেছে এই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ভিনিসিয়ুসকে বিজয়ী ঘোষণা করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

রিয়ালের হয়ে ডাবলস জয়ে ভিনিসিয়ুস ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ১১টি গোল বানিয়ে দিয়েছেন। ১৭ বছর আগে কাকা সবশেষ ব্রাজিলিয়ান হিসেবে বর্ষসেরা হয়েছিলেন। এবার খরা কাটালেন মাদ্রিদ তারকা ফরোয়ার্ড।

অবশ্য ২০১৬ সাল থেকে দ্য বেস্ট চালু হওয়ার পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এটি জিতলেন ভিনিসিয়ুস। এর আগে ২০১৭ সালে এই পুরস্কারের দৌড়ে থেকে নেইমার তৃতীয় হন।

ফুটবলে বর্তমানে ব্যস্ত সূচি চলছে। তাই ডিজিটালি এই পুরস্কার ঘোষণা করেছে ফিফা। তবে কাতারে পাচুকার বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল ম্যাচ খেলতে রিয়াল দলবলসহ আগেভাগে যাওয়ায় মঞ্চেই পুরস্কার হাতে নিতে পারলেন ভিনিসিয়ুস। 

/এমএইচ

Exit mobile version