Site icon Jamuna Television

ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

ছবি: সংগৃহীত।

আবারও ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। গতবারের মতো এবারও আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি। এছাড়া গোল্ডেন গ্লাভস জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশেও ছিলেন এই গোলরক্ষক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজের নাম ঘোষণা করা হয়।

কাতারের রাজধানী দোহায় বিখ্যাত এস্পায়ার একাডেমিতে বসেছে এবারের দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডস। ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার পর এটি ফিফা বর্ষসেরার নবম আসর।

/এমএইচ

Exit mobile version