Site icon Jamuna Television

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস বাবর

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৭ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এই মামলায় ৬ জনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়াকে।

বাবরকে এ মামলার প্রধান আসামি করা হয়েছিলো। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাজির করতে না পারায় তাকে খালাস দেয়া হয়েছে।

কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী নিরাপদ ব্যক্তিকে সাজা দেয়া বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না। পুলিশ তার বিরুদ্ধে অকাট্য সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেনি। মামলাr তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি রয়েছে বলেও জানায় আদালত।

/এএস

Exit mobile version