Site icon Jamuna Television

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকারের বক্তব্যে দ্বিধা আছে: ডা. জাহিদ

নির্বাচনের সম্ভাব্য সময়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য নিয়ে দ্বিধা আছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার আর প্রেস সচিবের বক্তব্যে মধ্যে গড়মিল রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (১৮ ডিসেম্বর) প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার বক্তব্য ক্রস করে গেলেন, কোথায় পেলেন এমন অধিকার। সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন প্রলম্বিত করা যাবে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচন দিবে তত সবার মঙ্গল। নির্বাচন যত বিলম্ব হবে এই সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে। নির্বাচন করতে কতদিন লাগে তা দেশের মানুষ জানে বলেও মন্তব্য করেন জাহিদ হোসেন।

/এএস

Exit mobile version