Site icon Jamuna Television

বৃষ্টির কারণে ড্র ব্রিসবেন টেস্ট

ব্রিসবেন টেস্টে শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টির। জয়ের জন্য ভারতকে ২৭৫ রানের টার্গেট ছুঁড়ে দিলেও শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো অস্ট্রেলিয়াকে।

যদিও পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জমিয়ে তোলেন ভারতীয় পেসাররা। বুমরাহ-সিরাজদের তান্ডবে ৭ উইকেটে ৮৯ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ২২ রান করেন প্যাট কামিন্স। বুমরাহ ৩টি আর ২টি করে উইকেট নেন আকাশ ও সিরাজ।

জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট পায় ভারত। কিন্তু স্কোর বোর্ডে ৮ তুলতেই আবারও বৃষ্টির বাগড়া। খারাপ আবহাওয়ার সঙ্গে ছিলো বজ্রপাতের শঙ্কা। তাই দীর্ঘক্ষণ অপেক্ষার পর ড্র ঘোষণা করা হয় ম্যাচ।

এর আগে, ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৬০ রানে থামে ভারতের প্রথম ইনিংস। ম্যাচ সেরা হয়েছে ট্রাভিস হেড। সিরিজের পরের টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে।

/এআই

Exit mobile version