Site icon Jamuna Television

ভেন্যু বরাদ্দ বাতিল, ফোক ফেস্ট নিয়ে আবারও অনিশ্চয়তা

পাঁচ বছরের বিরতি ভেঙে শীতের রাতে মঞ্চে ফেরার যে সম্ভাবনা দেখা দিয়েছিল ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ ঘিরে, তা নিয়ে দেখা দিয়েছে আবারও অনিশ্চয়তা।

নিরাপত্তার শঙ্কায় আসন্ন জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ফোক ফেস্ট আয়োজনের জন্য বরাদ্দকৃত আর্মি স্টেডিয়াম বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ তথ্য নিশ্চিত করেছে ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশন লিমিটেড।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা সব প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সব রকমের আয়োজনের বরাদ্দ বাতিল করতে যাচ্ছে আর্মি স্টেডিয়াম। আমরা ফোক ফেস্ট করতে চেয়েছিলাম জানুয়ারিতে। ফলে তখন আর এ আয়োজন করা সম্ভব হচ্ছে না।

এর আগে, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল– আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে টানা ‘ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। এ উৎসবে দেশ-বিদেশের লোকসংগীতের এক মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ফোক ফেস্ট।

/এএম

Exit mobile version