Site icon Jamuna Television

গাইবান্ধায় বালিকা বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালকের নাম

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভর্তির লটারির ফলাফলে ষষ্ঠ শ্রেণির তালিকায় নাম এসেছে মোস্তাফিজুর রহমান নামে এক ছেলে শিক্ষার্থীর। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লটারির তালিকার একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়।  

প্রকাশিত ফলাফলের দেখা গেছে, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় নাম এসেছে মোস্তাফিজুর রহমানের। তার পিতার নাম মো. রেজাউল মিয়া ও মাতার নাম মোছা. রুবি বেগম।

এ বিষয়ে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে কিছু জানি না। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি জানি না। ভুলক্রমে এমনটা হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে তার ভর্তি বাতিল করা হবে।

/এমএইচ

Exit mobile version