Site icon Jamuna Television

ইরানি মুদ্রার ইতিহাসে রেকর্ড দরপতন, ডলারের বিপরীতে রিয়ালের দাম পৌনে ৮ লাখ!

গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এপি জানিয়েছে, ডলারের বিপরীতে এখন ইরানি মুদ্রার দাম ৭ লাখ ৭৭ হাজার রিয়াল। ট্রাম্পের জয়ের দিনও এই মুদ্রার মান ছিল ৭ লাখ ৩ হাজার।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানো হবে এবং রিয়ালের বিনিময় হারও স্থিতিশীল হবে। ইতোমধ্যে মুদ্রাবাজারে নতুন করে ২২ কোটি ডলার ছাড়া হয়েছে বলেও জানান তিনি।

দেশটিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাসের মজুত রয়েছে। কিন্তু বিভিন্ন মৌসুমে যখন জ্বালানির চাহিদা বাড়ে, তখন দেশটি সেই চাহিদা মেটাতে পারেনা। বছরের পর বছর ধরে ইরানের জ্বালানি খাতে পর্যাপ্ত বিনিয়োগ নেই, এর পাশাপাশি তারা পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ফলে তারা বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরান যখন বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে চুক্তি করে, তখন প্রতি ডলারে ৩২ হাজার রিয়াল পাওয়া যেত। এ বছরের ৩০ জুলাই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দায়িত্ব নেয়ার সময়ও প্রতি ডলারের দাম ছিল ৫ লাখ ৮৪ হাজার রিয়াল।

/এমএইচআর

Exit mobile version