ইউআইটিএসের ইংরেজি বিভাগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইংরেজি বিভাগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে ক্যাম্পাসে ‘English Odyssey 2024 – Harmonious Bridge of Royalty’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতে একটি আন্তঃকলেজ রচনা লিখন (ইংরেজি) প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয় পিঠা উৎসব।

দুপুর দেড়টায় র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. মো. আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাইমা আফরিন।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার কামরুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২৩ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান করা হয়। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply