Site icon Jamuna Television

আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের শাণিত ত্রিফলায় বিদ্ধ হয়েছে মেক্সিকোর ক্লাব পাচোকা। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল।

দু’বছর আগে ১৮ ডিসেম্বরের কথা ফুটবল ভক্তদের ভুলে যাবার কথা নয়। মেসির হাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে উঠেছিল বিশ্বকাপের শিরোপা। একই স্টেডিয়ামে একই দিনে শিরোপা ঘরে তুললো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোল করে রিয়াল। ইনজুরি কাটিয়ে ফেরা এমবাপ্পেকে দিয়ে নিঃস্বার্থ গোল করান গতকাল কাতারে ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়ুস।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান ২-০ করে শিরোপা একপ্রকার নিশ্চিত করে ফেলেন রদ্রিগো। শেষটায় গোল পান ভিনিও। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে জালে বল পাঠিয়ে ত্রিফলার নিখুঁত সমাপ্তি টানেন। রিয়ালকে জেতান মৌসুমে দ্বিতীয় শিরোপা।

/এমএইচআর

Exit mobile version