Site icon Jamuna Television

ওষুধের অভাবে ২৯ শিশুর মৃত্যু পাকিস্তানে

পাকিস্তানের কুররামে মহাসড়ক বন্ধ থাকায় ওষুধের অভাবে অন্তত ২৯ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, পারাচিনা জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. সৈয়দ মীর হাসান জান বলেন, অপর্যাপ্ত ওষুধ এবং মৌলিক স্বাস্থ্যসেবা উপকরণের সংকটের কারণে গত ১ অক্টোবর থেকে হাসপাতালটি রোগীদের যথাযথ চিকিৎসা দিতে পারছে না।

এই সময়ে ২৯ জন শিশু ছাড়াও হাসপাতালের চিকিৎসা না পেয়ে আরও বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। জরুরি পদক্ষেপ না নিলে স্বাস্থ্যসেবা সংকট আরও তীব্র হবে বলে জানান তিনি।

ডা. সৈয়দ মীর হাসান জান জানিয়েছেন, পেশাওয়ার থেকে কিছু ওষুধের মজুদ এসেছে। তবে তা হাসপাতালের প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট ছিল না। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ইউনিটে ওষুধের তীব্র সংকট রয়েছে।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই এলাকায় সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। ২৪ কোটি মানুষের দেশে শিয়া সম্প্রদায়ের সদস্যরা সংখ্যালঘু।

এ নিয়ে দ্বন্দ্বে সংঘটিত হামলার পর পারাচিনার শহর অচল হয়ে পড়ে। ফলে শহরটিতে ওষুধ নিয়ে যেতে পারছে না সরবরাহকারীরা।

/এআই

Exit mobile version