Site icon Jamuna Television

সিরিয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল

সিরিয়াতে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে। বাশার আল আসাদের পতনের পর স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে আলেপ্পোর উদ্দেশে যাত্রা শুরু করে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ক্ষমতা পরিবর্তনের পর এটিই ছিল প্রথম ফ্লাইট। রোববার (৮ ডিসেম্বর), দামেস্ক দখল করে বিদ্রোহীদের নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নামের সশস্ত্র সংগঠন। এরপর দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ ও তার পরিবার।

সেদিন থেকেই বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়। প্রায় ১০ দিন পর পুনরায় বিমান চলাচল শুরুর মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, সিরিয়াতে টানা প্রায় ২৫ বছর ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। এর আগে তার পিতা হাফিজ আল আসাদ প্রায় তিন দশক ধরে দেশটির ক্ষমতায় ছিলেন।

/এআই

Exit mobile version