Site icon Jamuna Television

ব্যাংকে ডাকাতের হানা: উদ্ধার হওয়া ৪ অস্ত্রই খেলনার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়া ৩ ডাকাতের আত্মসমর্পণের সময় জমা দেয়া ৪টি অস্ত্রই খেলনার বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আত্মসমর্পণ করেন তিন ডাকাত। তখন তারা ‘তিনটি দেশীয় অস্ত্র’ জমা দিয়েছিল বলে জানিয়েছিল র‍্যাব।

এ ঘটনার বিষয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা দুইটার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ৬ জন গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ক্যাশ হইতে ১৮ লাখ টাকা ডাকাতি করার সংবাদ পায় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে। এরপর ঢাকা জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঘিরে রাখে।

আরও বলা হয়, ডাকাতদের সাথে মুঠোফোনে কথা বলে কোনো হতাহত ছাড়া তাদেরকে আত্মসমর্পন করাতে সক্ষম হন। আটককৃতদের নাম মো. লিয়ন মোল্লা ওরফে নিরব (পেশা ড্রাইভিং), মো. আরাফাত (ছাত্র) ও মো. সিফাত (ছাত্র)।

/এমএন

Exit mobile version