Site icon Jamuna Television

১৮ বছর পর গুয়ানতানামো বে কারাগার থেকে ফিরলেন ২ মালয়েশিয়ার নাগরিক

গুয়ানতানামো বে কারাগারে দীর্ঘ ১৮ বছর জেল খাটার পর দেশে ফিরেছেন মালয়েশিয়ার দুই নাগরিক। ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ বোমা হামলার পর তাদেরকে গ্রেফতার করা হয়। ওই হামলায় কমপক্ষে ২০০ মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মুক্তি পাওয়া ওই দুই ব্যক্তির নাম মোহাম্মদ ফারিক বিন আমিন ও মোহাম্মদ নাজির বিন লেপ। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) দিনের শেষের দিকে দেশে ফেরেন।

মালয়েশিয়ার আইজিপি রাজারুদিন হোসেন বলেছেন, এ সময় তারা ভাল ও সুস্থ ছিলেন। পরিবারে ফিরতে পেরে সন্তুষ্ট ছিলেন। এখন তাদেরকে দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। সমাজে মেশার আগে তাদের মানসিক অবস্থা যাচাই করা হবে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রতিজন মানুষেরই জীবনে দ্বিতীয় সুযোগ থাকা উচিত। তাদেরকে মালয়েশিয়ার হাতে তুলে দেয়ার আগে পেন্টাগন বলেছে, বন্দিরা সহযোগিতা করেছেন।

মূলত, তারা বালি বোমা হামলার মূল হোতার সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। ওই হামলার মূল হোতা হলেন এনসেপ নুরজামান। তিনি হামবালি নামেও পরিচিত।

/এআই

Exit mobile version