Site icon Jamuna Television

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-বেনাপোল রুটে নতুন ট্রেন, জানা গেল ভাড়া ও চলাচলের সময়

ফাইল ছবি।

কাশিয়ানী জংশন হয়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে দুই জোড়া নতুন ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর থেকে। দুই জোড়া ট্রেনই গোপালগঞ্জের কাশিয়ানী জংশন হয়ে চলাচল করবে। ইতোমধ্যে ট্রেনগুলোর চলাচলের সময়সূচি ও ভাড়া প্রকাশ করেছে রেলওয়ে বিভাগ।

রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের এক চিঠিতে জানানো হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করবে জাহানাবাদ এক্সপ্রেস। এটি সকাল ৬টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আর ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে খুলনা পৌঁছাবে ১১টা ৪০ মিনিটে।

দুই দিক থেকেই যাত্রাপথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

অপরদিকে, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে রূপসী বাংলা এক্সপ্রেস। এটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকেল সাড়ে তিনটায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। যাত্রাপথে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

এদিকে খুলনা-ঢাকার নতুন রুটের ট্রেনের ভাড়াও নির্ধারণ করেছে রেলওয়ে বিভাগ। যদিও শুধু মূল ভাড়া প্রকাশ করা হয়েছে। ভ্যাটসহ চূড়ান্ত ভাড়া এখনও প্রকাশ করা হয়নি।

ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা ৭৪০ টাকা, এসি সিট ৮৮৫ টাকা ও এসি বার্থের ভাড়া ১৩৩০ টাকা। সব শ্রেণির ভাড়ার সাথে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।

খুলনা থেকে নওয়াপাড়া ও সিঙ্গিয়া স্টেশনে ভ্যাট বাদে শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা, স্নিগ্ধা শ্রেণির ভাড়া ১০০ টাকা, এসি সিট ১১০ টাকা এবং খুলনা-নওয়াপাড়া এসি বার্থের ভাড়া ১৩০ টাকা ও সিঙ্গিয়া পর্যন্ত এসি বার্থের ভাড়া দেড়শ টাকা। খুলনা-নড়াইল পর্যন্ত শোভন চেয়ার ৭৫, স্নিগ্ধা ১২৫ টাকা, এসি সিট দেড়শ টাকা ও এসি বার্থের ভাড়া ২২৫ টাকা।

খুলনা-লোহাগড়া পর্যন্ত শোভন চেয়ার ৯৫, স্নিগ্ধা ১৫৫ টাকা, এসি সিট ১৮৫ টাকা ও এসি বার্থের ভাড়া ২৮০ টাকা। খুলনা-কাশিয়ানী জংশন পর্যন্ত ভাড়া শোভন চেয়ার ১৪৫, স্নিগ্ধা ২৩৫ টাকা, এসি সিট ২৯০ টাকা ও এসি বার্থের ভাড়া ৪২৫ টাকা।

খুলনা-ভাঙ্গা পর্যন্ত ভাড়া শোভন চেয়ার ১৮৫ টাকা, স্নিগ্ধা ৩০৫ টাকা, এসি সিট ৩৭০ টাকা ও এসি বার্থের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫৫ টাকা। সেইসাথে যুক্ত হবে সরকার নির্ধারিত ভ্যাট।

/এনকে

Exit mobile version