Site icon Jamuna Television

বিশ্বব্যাংক থেকে তিন প্রকল্পে ১১৬ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

এ বছরের শেষে বাংলাদেশে বড় ঋণ প্রস্তাব অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনে সংস্থাটির বোর্ড সভায় তিনটি আলাদা প্রকল্পের জন্য ১১৬ কোটি ডলার অর্থায়ন অনুমোদন দেয়া হয়েছে। ঋণের অর্থ মূলত খরচ হবে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন খাতের সংস্কার এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিশ্বব্যাংক বলছে, বিভিন্ন ধরনের দূষণে জর্জরিত বাংলাদেশ। উন্নয়নের সার্বিক ধারাকে এটি ব্যাহত করছে। এ অবস্থায় মধ্যমেয়াদি বাজেট কাঠামোর ধারণা বদলাতে চায় পরিকল্পনা কমিশন। সেখানে পরিবেশবান্ধব কর্মসূচির জন্য ৫০ কোটি ডলারের অর্থায়ন করা হয়েছে।

অন্যদিকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩৮ কোটি ডলার দেয়া হচ্ছে। যার সুফল পাবে ৫১ লাখ মানুষ। মা ও শিশু মৃত্যুর হার কমবে।

চট্টগ্রামে ২ লাখ পরিবারে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতে ২৮ কোটি ডলারের আরেকটি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

/এসআইএন

Exit mobile version