Site icon Jamuna Television

নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদপিষ্ট হয়ে ৩৫ শিশুর মৃত্যু

নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদপিষ্ট হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সাথে ৬ শিশু গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে এ ভয়াবহ ঘটনা ঘটে। মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ এবং খাবার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচণ্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে ৫ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দেশটির পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে, মেলার প্রধান আয়োজকও আছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।

/এআই

Exit mobile version