Site icon Jamuna Television

ভারতে পেট্রোল পাম্পের সামনে ২ ট্রাকের সংঘর্ষে আগুন, নিহত ৭

ভারতের রাজস্থানের জয়পুর-আজমের সড়কের একটি পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষে আগুন লেগে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর পেট্রোল পাম্পের কাছে পার্ক করা একটি সিএনজি ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। আগুনে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি যানবাহন পুড়ে যায়। ঘটনার পর বিশাল আগুনের শিখা এবং কালো ধোঁয়ার মেঘ কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।

/এআই

Exit mobile version