Site icon Jamuna Television

অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলে নির্দেশ

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই-বাছাইয়ের নির্দেশনাও রয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এক অফিস আদেশে এই নির্দেশনা দেয় দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি)। এতে বলা হয়, গত ১২ ডিসেম্বর দিল্লি সরকারের সঙ্গে এমসিডি’র এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে সিদ্ধান্ত নেয়া হয়। এবং তাদের কোনো প্রকার সনদ না দিতেও বলা হয়।

এছাড়া, বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্ম সনদ না দেয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

/এটিএম

Exit mobile version