Site icon Jamuna Television

মার্কিন বিমান হামলায় নিহত আইএস শীর্ষ নেতা: সেন্টকম

ফাইল ছবি

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত হয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইউসুফ ওরফে মাহমুদ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিরিয়ার দেইর আজ জোর প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ যায় আবু ইউসুফসহ আরও দুজনের।

আজ শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এর আগে, গত সপ্তাহে উত্তর সিরিয়ার নির্দিষ্ট কয়েকটি টার্গেট লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যেগুলো জঙ্গি সংগঠন আইএসের ঘাঁটি ছিল। বাশার আল আসাদের পতনের আগে অঞ্চলটিতে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার আধিপত্য ছিল, দাবি ওয়াশিংটনের। সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে আইএসকে মাথাচাড়া দেয়ার সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয় বিবৃতিতে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে বিদ্রোহীদের নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নামের সশস্ত্র সংগঠন। এরপর দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ ও তার পরিবার।

/এএম

Exit mobile version