Site icon Jamuna Television

বিল পাশ করে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

অবশেষে অর্থ বিল পাশ করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রত সেনেটেও বিলটি পাশ হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিল পাশের পর এখন রয়েছে প্রেসিডেন্টের স্বাক্ষর করার আনুষ্ঠানিকতা। জো বাইডেন স্বাক্ষর করলেই এটি চূড়ান্ত হবে।

তবে, এই বিলটিতে সংশোধনী আনতে প্রস্তাব দিয়েছিল ইউএস সিনেটর র‍্যান্ড পল। নতুন এই বিলটি পাশ না হলে শনিবার থেকে শাটডাউনের মুখে পড়তো মার্কিন সরকার।

শাটডাউনে পড়লে কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যেত। এতে অনেক সরকারি কর্মীর বেতনও পর্যন্ত বন্ধ যাওয়ার শঙ্কা ছিল।

বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটির মুখে লাখ লাখ মার্কিনির দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারতো ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন।

এর আগে, ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) প্রতিনিধি পরিষদে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে আনা সংশোধিত বিল পাশে ব্যর্থ হয় রিপাবলিকানরা। এমনকি দলটির কিছু প্রতিনিধিও বিলের বিপক্ষে ভোট দেন।

/এআই

Exit mobile version