Site icon Jamuna Television

ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বৃহৎ বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর পূর্ণ শুল্ক আরোপ করার কথা জানান তিনি। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সতর্কবার্তায় ট্রাম্প বলেন, ‘ইইউকে বলেছি, আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ হবে।’

এদিকে, মেক্সিকো, কানাডা এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে।

/এআই

Exit mobile version