Site icon Jamuna Television

ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতারণার অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) অর্থ কেটে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক উথাপ্পা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে ২৩ লাখ রুপি জমা জমা দিতে হবে। না দিলে পরোয়ানা কার্যকর হবে। তার বিরুদ্ধে কর্মীদের ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিয়ে সেটি তহবিলের হিসাবে জমা না করার অভিযোগ উঠেছে। কোম্পানি উথাপ্পার কাছে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি পায় বলে দাবি করেছে।

ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা উথাপ্পা ২০২২ সালে সবশেষ আইপিএলে খেলেছেন। দ্য হিন্দু’র খবর অনুসারে পরিবারসহ উথাপ্পা এখন দুবাইয়ে থাকেন।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, উথাপ্পাকে গ্রেফতারে বেঙ্গালুরুর পুলাকেশিনগর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন কমিশনার। তবে উথাপ্পার ঠিকানায় গিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি। এক বছর আগে ওই ঠিকানা ছেড়ে দিয়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে উথাপ্পাকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

/এনকে

Exit mobile version