Site icon Jamuna Television

হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার বিচার প্রক্রিয়া শুরু

হলি আর্টিজান রেস্তোরায় অভিযান। ফাইল ছবি

গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলা মামলার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। অভিযুক্ত ৮ জনের সাক্ষ্যগ্রহণ করবেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে জঙ্গি হামলায় পুলিশ ও বিদেশিসহ ২০ জন নিহত হয়। ঘটনায় মোট ২১ জনের জড়িত থাকার প্রমাণ পায় কাউন্টার টেররিজম ইউনিট। এর মধ্যে ঘটনার দিন ৫ জন ও পরে বিভিন্ন অভিযানে আরও আটজন নিহত হয়।

গত ২৩ জুলাই অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২৬ নভেম্বর সন্দেহভাজন ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। অভিযুক্তরা হলেন- রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন। এর মধ্যে খালেদ ও রিপন পলাতক।

Exit mobile version