Site icon Jamuna Television

মেক্সিকোতে কারাগার বিদ্রোহ, নিহত ৭ বন্দি

বন্দি বিদ্রোহকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে মেক্সিকোয়। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির ভিলাহারমোসা শহরের একটি কারাগারে বিদ্রোহের সময় অন্তত ৭ বন্দির মৃত্যু হয়। খবর বার্তা সংস্থা এপির।

এ ঘটনায় কারাগারের বাইরে ভিড় করেন বন্দিদের উৎকণ্ঠিত স্বজনরা। একপর্যায়ে কারাগারের মূল ফটক ভেঙে ফেলেন তারা। প্রবেশ করেন কারাগারের ভেতরে। এসময় বিভিন্ন সেলে গিয়েও ভাঙচুর চালানো হয়। বের করে আনার চেষ্টা করা হয় কারাবন্দিদের। এ ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশ কর্মকর্তা ও ছয়জন বন্দি।

এ ঘটনায় কারাগারটির নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনীর সদস্যদেরও। কড়াকড়ি বাড়ানো হয়েছে পুরো শহরজুড়ে।

/এএম

Exit mobile version