Site icon Jamuna Television

দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে ভিড়লো জাহাজ

চট্টগ্রাম ব্যুরো:

পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের পানামার পতাকাবাহী জাহাজ।

জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট, কাঁচশিল্পের কাঁচামাল, সোডা অ্যাশ, রফতানিমুখী পোশাক শিল্পের কাপড়ের রোল এবং লোহার স্ক্র্যাপ।

পাকিস্তান থেকে আসার পথে সংযুক্ত আরব আমিরাত থেকেও ১০ কনটেইনার খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ নিয়ে এসেছে জাহাজটি। আমিরাত ও পাকিস্তান থেকে এবার এসেছে ৮১১ একক কনটেইনার পণ্য, যার মধ্যে ৮৬ শতাংশই পাকিস্তানের।

এর আগে, গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবার ৩৭০ একক কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল জাহাজটি।

/এনকে

Exit mobile version