রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী রয়েছেন।
নিহতরা হলেন, আবু হানিফ (২৫) তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) ও ফাতেমার বোন যুথি খাতুন (১৪)। এদের মধ্যে হানিফ ও যুথি ঘটনাস্থলেই মারা গেছেন।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, বিকেলে মোটরসাইকেলে করে আবু হানিফ তার শালি ও স্ত্রীকে নিয়ে নাটরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরে কাছে পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘনাস্থলেই হানিফ ও তার শালি যুথির মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে ফাতেমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তিনি সেখানেই মারা যান।
ওসি বলেন, এই ঘটনায় একটি মমলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
/এনকে

