Site icon Jamuna Television

অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জামায়াত আমীরের

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদেরকে সাম্প্রদায়িকতার সবক দিতে হবে না। যুগ যুগ ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারে দলটির কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজেরা শান্তিতে থাকুন এবং অন্যদেরও শান্তিতে থাকতে দিন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ বারবার তার প্রমাণ দিয়েছে। এ সময় ভারতে সংখ্যালঘু হিসেবে বিবেচিতদের সাথে দেশটির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। সবাই এই দেশের গর্বিত নাগরিক। এ সময় আগামীর দেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version