জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

|

জয়পুরহাট করেসপনডেন্ট:

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মারুফ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা আপেল হোসেন (২১) নামে একজন আরোহী আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভাদসা ইউপির জয়পুরহাট-বদলগাছি সড়কের পন্ডিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আপেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে দুই বন্ধু বলে জানা গেছে। নিহত মারুফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে। আর আহত আপেল হোসেন একই উপজেলার ভগবানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট-পাহাড়পুর সড়কের ভাদসা বাজার থেকে মোটরসাইকেলে করে পাহাড়পুরের দিকে যাচ্ছিলেন মারুফ হোসেন ও আপেল হোসেন নামে দুই বন্ধু। পথে বিপরীত দিক থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস’র যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মারুফ হোসেন। গুরুতর আহত হন অপর বন্ধু আপেল হোসেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। ঢাকাগামী বাসটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে বাসটি জব্দ করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। তবে বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply