Site icon Jamuna Television

ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, টাকা-মালামাল লুট

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে রৌমারী থেকে সদর উপজেলায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদের মধ্যে দুইশ বিঘা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ অর্থসহ মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলায় ফজলুল করীম জামিয়া ইসলামিয়া মাদরাসায় ৩ দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে রৌমারীর চরমোনাই অনুসারীরা ইজতেমায় যোগ দিতে নৌকাযোগে রওনা দেয়। পথিমধ্যে চিলমারী উপজেলার নদীর মাঝে দুইশ বিঘা নামক স্থানে ২০ থেকে ২২ জনের একদল ডাকাত নৌকায় হামলা চালায়। এ সময় তারা নৌকার যাত্রীদের মারধর করে এবং মোবাইল ফোনগুলো পানিতে ফেলে দেয়। পরে সবার কাছে থাকা নগদ টাকা ও দামি জিনিস পত্র নিয়ে চলে যায়।

নৌকার মাঝি আবু তালেব বলেন, আমরা রৌমারী থেকে ইজতেমার উদ্দেশে রওনা দেই। পথিমধ্যে হঠাৎ দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত দল মারধর করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।

ময়েজ উদ্দিন নামে ভুক্তভোগী একজন ব্যাবসায়ী জানান, একদল ডাকাত নৌকায় অতর্কিতভাবে হামলা চালিয়ে যাত্রীদের মারধর করে। এ সময় আমার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন তাদের দিয়ে দেই।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ডাকাতির ঘটনা শুনেছি। তবে ঘটনাটি রৌমারীর মধ্যে না হওয়ায় কিছু করা সম্ভব হয়নি।

/আরএইচ 

Exit mobile version