Site icon Jamuna Television

আগামী মার্চের মধ্যে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ হবে: ধর্ম উপদেষ্টা

আগামী মার্চের মধ্যে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ‘ইসলামিক রিসার্চ সেন্টারের ২১-তম বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ১৬-১৭ বছরের জঞ্জাল কয়েক মাসের মধ্যে সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। এই দেশ কোন দলের কাছে ইজারা দেয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সভায় যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয়না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।

/এসআইএন

Exit mobile version