টার্গেট করে বিরোধী জোটের হেভিওয়েট ও জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও অভিযোগ করেন, সরকারের নির্দেশ রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়ন বাতিল করেছেন।
আজ সোমবার সকালে নয়া পল্টনে এক ব্রিফিংয়ে রিজভী আরও বলেন, সৈয়দ অাশরাফসহ ক্ষমতাসীন দলের অনেক দণ্ডিত নেতাদের মনোনয়ন বৈধ করা হয়েছে। এগুলো কার পরামর্শে হচ্ছে? ইসি জনগণকে ধোঁকা দিতে মহাপরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে।
শেখ হাসিনার নির্দেশে ইসি পুতুল নাচ নাচছে বলে মন্তব্য করে রিজভী বলেন, কর্মকর্তাদের ট্রান্সফার, পোস্টিং সবই সরকারের অাপনজন দেখে দেখে করা হচ্ছে। সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলছে ইসি।
বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারে প্রতিদিন বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির এই নেতা।

