Site icon Jamuna Television

পঞ্চগড়ে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা

পঞ্চগড় প্রতিনিধি:

টানা কয়েক দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ বইছে উত্তরের জেলা পঞ্চগড়ে।  হঠাৎ হিমেল হাওয়া বৃদ্ধির ফলে উত্তরের হিম শীতল বাতাসের কারণে উঠানামা করছে তাপমাত্রার পারদ ৷ এতে বেড়েছে সাধারণ মানুষের দূর্ভোগ। বেশী বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। 

আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি হওয়ার কারনে দেশের অন্যান্য জেলার তুলনায় শীত মৌসুমে এ জেলায়  শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারনে তাপমাত্রা উঠানামা করে। ফলে কনকনে শীত অনুভূত হয় ৷ 

এদিকে, উত্তরের হিমেল হাওয়া গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে। বেড়েছে কিছুটা কুয়াশাও তবে কমেনি শীতের তীব্রতা। দিন ভর সূর্যের আলো  থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে সাথে আবারো শুরু হয় শীতের তীব্রতা। ফলে শীতবস্ত্রের অভাবে চরম বিপাকে পড়েছেন গরীব, অসহায় ও শীতার্ত মানুষেরা। 

সরেজমিনে দেখা যায়, ভোর থেকে সকাল পর্যন্ত এ জেলার নিম্ন আয়ের মানুষরা কাজে সন্ধানে বের হন, ঠিক এই সময়টাতে সবচেয়ে বেশী শীত, কুয়াশা ও হিমেল হাওয়া বয়ে যায় ফলে কনকনে শীতে অনেকেই কাজে যেতে পারছেন না ৷ আর অনেকে কাজে যেতে পারলেও বেশীক্ষণ কাজ করতে পারছে না ৷ এছাড়া পরিধানের মোটা কাপড়ের অভাবে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। তাই এই মূহুর্তে শীতবস্ত্রের দাবী জানাচ্ছেন তারা৷ 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তরে হিমেল হওয়ার কারণে তাপমাত্রা উঠানামা করছে এ জেলায়। আজ সকাল ৯ টা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গেলে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরো দুই-একদিনের মধ্যে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

/এআই

Exit mobile version