Site icon Jamuna Television

বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ

টান টান উত্তেজনার ম্যাচে, শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নাটকীয় এক জয়ে লিগ টেবিলের শীর্ষে দিয়েগো সিমিওনের দল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অলিম্পিক স্টেডিয়ামে বিরতির আগে দাপট ছিলো স্বাগতিকদেরই। ম্যাচের ৩০ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় কাতালানরা।

বিরতির আগে পোস্টে কোনো শট নিতে না পারা আতলেতিকো সমতা ফেরে ৬০ মিনিটে। বক্সের বাইরে থেকে নেয়া শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল।

ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে নাটকীয় সেই গোল। মোলিনার পাস থেকে বল পেয়েই জালে জড়ান বদলি খেলোয়াড় সরলথ। স্তব্ধ হয়ে যায় গ্যালারি। ১৮ বছর পর বার্সার মাঠে জয়োল্লাসে মেতে উঠে সিমিওনের শিষ্যরা।

/এআই

Exit mobile version