Site icon Jamuna Television

গাজায় যুদ্ধবিরতির আলোচনা ৯০% সম্পন্ন

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানোর আলোচনা ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। তবে, কিছু বিষয়ে এখনোও সমঝোতা হয়নি দু’পক্ষের মধ্যে বলে বিবিসি নিউজকে জানিয়েছে ফিলিস্তিনি একজন সিনিয়র কর্মকর্তা।

ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি, বাফার জোন তৈরির মতো কয়েকটি বিষয়ে আছে মতবিরোধ। এ ইস্যুগুলো সমাধান হলেই চুক্তি হতে পারে।

সব ঠিকঠাক থাকলে যুদ্ধবিরতি কার্যকর হবে তিন ধাপে। ইসরায়েলি জিম্মি বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, গাজার উত্তরে বেসামরিকদের প্রত্যাবর্তন, দৈনিক ৫শ’ ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিশ্চয়তা চায় ফিলিস্তিন।

এদিকে, হামাসের হাতে এখনও ইসরায়েলি জিম্মি রয়েছে ৯৬ জন। বিবিসি’র প্রতিবেদন অনুসারে, এখনো ৬২ জন জিম্মি জীবিত রয়েছে।

উল্লেখ্য, কাতারের দোহায়, ইসরায়েলের সাথে চূড়ান্ত আলোচনা চলছে হামাস, ইসলামিক জিহাদ’সহ ফিলিস্তিনের স্বাধীনতকামী গোষ্ঠীগুলোর।

/এআই

Exit mobile version