Site icon Jamuna Television

পানামা খাল দখলের হুমকি দিলেন ট্রাম্প

প্রশান্ত-আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রর জাহাজগুলো থেকে ‘অন্যায্য’ ফি আদায়ের নিন্দা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খালের দখল ওয়াশিংটনের কাছে ফিরিয়ে আনার হুমকি দিয়েছেন তিনি। খবর, এএফপি’র।

শনিবার (২১ ডিসেম্বর) পানামা খাল ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজগুলো থেকে অন্যায়ভাবে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আনেন ট্রাম্প।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানাম কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শিগগিরই বন্ধ হবে।

তিনি আরও বলেন, পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে। চীন বা অন্য কেউ তা করবে না। আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না। যদি পানামা নিরাপদ, দক্ষ ও বিশ্বস্ত পরিচালনা নিশ্চিত করতে না পারে, তবে আমরা দাবি জানাবো কোনো শর্ত ছাড়াই পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের হাতে তুলে দিতে।

তবে ট্রাম্পের মন্তব্যের পর কোনো জবাব দেয়নি পানামা প্রশাসন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। তবে এখন থেকেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাখছেন তিনি।

উল্লেখ্য, ১৯১৪ সালে পানাম খালের কাজ শেষ করে যুক্তরাষ্ট্র। ১৯৭৭ সালে মধ্য আমেরিকার দেশ পানামার কাছে এটি ফিরিয়ে দেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। ১৯৯৯ সালে এই খালের পুরো নিয়ন্ত্রণ পায় পানামা।

/এমএইচআর

Exit mobile version