Site icon Jamuna Television

আশংকাজনক হারে বাড়ছে শিক্ষিত বেকার: শিক্ষা উপদেষ্টা

ফাইল ছবি

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বৈশ্বিক মান: বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশে উচ্চশিক্ষার পরিবেশ ক্রমাগতভাবে নিচে নেমেছে। এর পেছনে রয়েছে, শিক্ষকদের লেজুড়বৃত্তি রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন। এর পাশাপাশি শিক্ষক নিয়োগে প্রচণ্ড অনিয়মও দায়ী।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে দেয়া হয়েছে। শিক্ষকদের আলোচনায় গবেষণা নয়, শুধু রাজনীতি থাকে। এমন পরিস্থিতি তৈরির কারণগুলোকে আমলে নিয়েই আগাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version