Site icon Jamuna Television

ইটিভি-সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ

সঙ্গীত, সাংবাদিকতা ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননার পুরস্কার পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন, অভিনয় শিল্পী জয়া আহসান ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ।

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সিজেএফিব’র সভাপতি এনাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেয়া হবে বরেণ্য সাংবাদিক শফিক রেহমানের হাতে।

এছাড়া ২০২৩ সালে সঙ্গীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার ক্যাটাগরিতে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হবেন দেশসেরা তারকারা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।

/এমএইচআর

Exit mobile version