Site icon Jamuna Television

ভাঙ্গায় পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পেঁয়াজের বীজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সরোয়ার মুন্সি (৫০) নামের আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) রাত ১২টার সময় বাড়িতে হলে অসুস্থ্য হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে  কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে লুঠপাট করে প্রতিপক্ষের লোকজন ।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মালিগ্রাম হাট সংলগ্ন হিরালদী সংলগ্ন রেল লাইনের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হিরালদী গ্রামের বতু ও আবু সাঈদের কাছে সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আওলাদ মাতুব্বরের পেঁয়াজ বীজ বিক্রির টাকা পাওনা ছিল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে আওলাদের টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু সাঈদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। সেই ঘটনার জের ধরে সকালে ২ গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গুরুতর আহত আওলাদ মাতুব্বর, সরোয়ার মুন্সি, সাজ্জাদ হাওলাদার, আইয়ুব শেখ, সোহেল মাতুব্বর, মনির, হান্নান, শাকিল, জনি মিয়া, শহিদুল হাওলাদারকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় পুর্বে একটি মামলা হয়েছে । এছাড়াও আহত ব্যক্তির মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা জন্য আগের মামলার সাথে সংযুক্ত করা হবে।

/এআই  

Exit mobile version