Site icon Jamuna Television

’গণমাধ্যমের নজরদারিই পারে নির্বাচন ঘিরে সংঘটিত অন্যায়-অবিচার উন্মোচন করতে’

নির্বাচনে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য মাঠে প্রয়োজন কঠোর নজরদারির। আসন্ন নির্বাচন নিয়ে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে “আমরা সাধারণ জনগণ” আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন-এর সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সাধারণ নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে। এসময় সুষ্ঠু-নিরপেক্ষ-স্বাভাবিক নির্বাচনে মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। আর গণমাধ্যমের নজরদারিই পারে নির্বাচন ঘিরে সংঘটিত অন্যায়-অবিচার সর্বসম্মুখে উন্মোচন করতে। একইসাথে হলফনামা যাচাই-বাছাইয়ের তাগিদ দেন তিনি।

Exit mobile version