Site icon Jamuna Television

বিপিএল মিউজিক ফেস্ট: কাল মিরপুরে গাইবেন রাহাত ফতেহ আলী খান

 বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে ৩০ ডিসেম্বর। এবারের বিপিএলকে আকর্ষণীয় করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে বিসিবি। ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ও থিম সং। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান থাকবে বিপিএলে।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হবে বড় আয়োজনে। এর মধ্যে রয়েছে তিনদিনের সঙ্গীত উৎসব। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন এই পাকিস্তানি স্টার। এই প্রোগ্রামে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বল বিভিন্ন সূত্রের খবর প্রকাশিত হয়েছে।

রাহাত ফতেহ আলী খানের সঙ্গে সঙ্গীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকের পারফর্ম করার কথা রয়েছে। ২৫ ডিসেম্বর সিলেটে ও ২৭ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সঙ্গীত উৎসব। এ দুই আয়োজনেও দেশের সেরা সঙ্গীতশিল্পীদের পারফর্ম করার কথা রয়েছে।

বিপিএল মিউজিক ফেস্টের জন্য এরই মধ্যে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। তবে দর্শকদের তেমন সাড়া না থাকায় টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রথমে প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা, গোল্ড ৮ হাজার টাকা, সিলভার ৬ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা ও ক্লাব হাউজ (আপার) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০ শত টাকা। এখন কমে প্লাটিনাম টিকিটের মূল্য হয়েছে ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ ও ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা।

/এনকে

Exit mobile version