Site icon Jamuna Television

২০ জানুয়ারির মধ্যে সব বই সরবরাহের নির্দেশ

২০ জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিকের সব বই সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। রোববার (২২ ডিসেম্বর) রাতে মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অধ্যাপক ফরহাদুল বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই সরবরাহের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫টি এবং ২০ জানুয়ারির মধ্যে সব বই দিতে নির্দেশ দিয়েছে এনসিটিবি।

এক্ষেত্রে মুদ্রণ শিল্পের মালিকদের প্রয়োজনীয় সহায়তার কথাও জানান এনসিটিবি চেয়ারম্যান।

বাংলাদেশ মুদ্রন শিল্প সমিতির সভাপতি রব্বানী জব্বার, চলমান গতি অব্যাহত থাকলে যথাসময়ে বই সরবরাহ করা সম্ভব। আরও জানান, ২২ ডিসেম্বর মুদ্রন শিল্প সমিতির প্যাডে শিক্ষা উপদেষ্টা বরাবর ২০২৫ এর পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত বিভ্রান্তিমূলক আবেদন করা হয়েছে। এজন্য তিনি ও তার সমিতির সাধারণ সম্পাদক ক্ষমা প্রার্থনাও করেন।

/এমএইচ

Exit mobile version