Site icon Jamuna Television

সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকালো রিয়াল

স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে গোল করেছেন এমবাপ্পে, ভালভার্ডে, রদ্রিগো ও দিয়াজ।

রোববার (২২ ডিসেম্বর) নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের ১৮তম লিগ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই একাদশ সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের দাপটে ভিনির অভাব বুঝতেই পারেনি লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ১০ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করে রিয়াল। রদ্রিগোর বাড়ানো বল ধরে বক্সের মাথা থেকে জোরের ওপর শট নিয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ২০ মিনিটে ব্যবধান ২-০ করেন ফেদে ভালভার্দে। রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডারকে দিয়ে গোল করান এমবাপ্পে।

গোল করার পর এমবাপ্পে।

পরেই রদ্রিগোর গোলে ৩-০ তে লিড নেয় রিয়াল। ৩৪ মিনিটে লুকাস ভাসকেসের দারুণ এক পাস থেকে ওয়ান টাচে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এক মিনিট পরই অবশ্য এক গোল শোধ করে সেভিয়া। ৩-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তবে ব্যবধান আরও বাড়িয়ে নিতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে আবারও গোল করে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়নদের হয়ে দলের চতুর্থ গোলটি করেন মরক্কোর রাইট উইঙ্গার ব্রাহিম দিয়াজ। অবশ্য, ৮৫ মিনিটের গোলে হারের ব্যবধান ছোট করে অতিথিরা।

উল্লেখ্য, ১৮ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট ৪০। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে কাতালানরা।

/এমএইচআর

Exit mobile version