Site icon Jamuna Television

মধ্যপ্রদেশে এক কেন্দ্রে ভোট পড়েছে ৮১৯টি, ইভিএম দেখাচ্ছে ৮৬৪!

ভারতের মধ্যপ্রদেশে নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে ঘটেছে লঙ্কাকাণ্ড। রাজ্যের শাহদল জেলায় গত সপ্তাহে এক ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে যতোটি ইভিএম মেশিন তার চেয়ে ৪৫টি ভোট বেশি দেখাচ্ছে!

এ নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। জেলার জয়েতপুর আসনের বুধার টাউন ভোটকেন্দ্রের পোলিং কর্মকর্তা বলছেন, তার কেন্দ্রে তিনি মোট ৮১৯ জন ভোটারের নাম ম্যানুয়াল রেজিস্ট্রারে এন্ট্রি করেছেন। ওই কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছিল। কিন্তু দিন শেষে যখন ইভিএম মেশিনে ভোট গণনা করতে গেলেন, তখন দেখেন মোট ভোট পড়েছে ৮৬৪টি!

তাৎক্ষণিকভাবে বিরোধীদল কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন।

টাইমস অব ইন্ডিয়াকে এক সিনিয়র নির্বাচনী কর্মকর্তা বলেছেন, ওই কেন্দ্রে ম্যানুয়াল রেজিস্ট্রার আর ইভিএমের গণনায় ৪৫টি ভোটের হেরফের হচ্ছে। আমরা এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে ৩০ নভেম্বর কমিশনের কাছে পাঠিয়েছি।’

তবে তিনি দাবি করেন, ভোটগ্রহণের আগে প্রিসাইডিং অফিসার যে ট্রায়াল করেছিলেন মনে হচ্ছে সেই তথ্য মুছতে তিনি ভুলে গিয়েছিলেন। পরে মূল ভোট শুরু হওয়ার পর সেটার সাথে আগের ট্রায়াল ভোটগুলোও যোগ হয়ে এই বাড়তি সংখ্যক ভোট দেখাচ্ছে।

তবে কারণ যা-ই হোক, ইভিএম ব্যবহার নিয়ে ভারতে চলমান বিতর্কে এই ঘটনা নতুন করে ঘি ঢালবে।

Exit mobile version