Site icon Jamuna Television

পরিপূর্ণ সংস্কারের পূর্বশর্ত হলো আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা: রিজভী

ফাইল ছবি

আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোন সংস্কারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৩ ডিসেম্বর) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সবকিছু বন্ধ করে সংস্কারের কাজ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। যেদিন জেলা প্রশাসক আর পুলিশ সুপাররা একজন সংসদ সদস্যের অবৈধ আদেশের বিরুদ্ধে ‘না’ বলতে পারবেন, সেদিনই আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এমন পরিবেশ নিশ্চিত করুন যেন বিচার বিভাগ নির্বাহী বিভাগের অবৈধ কোনো কিছু মানতে বাধ্য হবে না।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি।

/এমএইচআর

Exit mobile version