Site icon Jamuna Television

নিজ সেনাদের আদলে উত্তর কোরিয়ার সৈন্যদের আইডি কার্ড দিচ্ছে রাশিয়া

রাশিয়ার পক্ষে যুদ্ধরত উত্তর কোরিয়ার সৈন্যদের রাশিয়ান নাম এবং জন্মস্থানসহ জাল সামরিক নথি দেয়া হয়েছিলো বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভের দাবি, রাশিয়া যুদ্ধক্ষেত্রে বিদেশী যোদ্ধাদের উপস্থিতি গোপন করার চেষ্টা করছে।গতকাল রোববার (২২ ডিসেম্বর) ইউক্রেনের বিশেষ অভিযান বাহিনী রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার তিন সৈন্যকে হত্যা করেছে এবং তাদের জাল নথিপত্র জব্দ করেছে।

তাদের সামরিক শনাক্তকরণ নথিতে “সমস্ত স্ট্যাম্প এবং ফটোর তথ্য জাল। কোরীয় সেনাদের নামগুলি রাশিয়ান পদ্ধতিতে দেয়া হয়েছে এবং জন্মস্থানটি টুভা প্রজাতন্ত্র হিসাবে স্বাক্ষরিত হয়েছে।

তবে নথিগুলোতে স্বাক্ষরগুলো কোরিয়ান ভাষায় রয়েছে, যা “ওই সৈন্যদের আসল পরিচয় ইঙ্গিত করে। বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনাটি আবারও নিশ্চিত করে যে রাশিয়া যুদ্ধক্ষেত্রে তার ক্ষতি লুকানোর জন্য এবং বিদেশী উপস্থিতি লুকানোর জন্য যেকোনো উপায় অবলম্বন করছে।”

মার্কিন, ইউক্রেনীয় এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের অনুমান, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের সংখ্যা ১১ হাজার থেকে ১২ হাজার।

/এআই

Exit mobile version