Site icon Jamuna Television

কুমিল্লায় মুক্তিযোদ্ধার ওপর হামলা চালালো কারা?

কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছনার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়েছেন। রোববার (২২ ডিসেম্বর) বিকেলেই তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে যান বলে জানিয়েছে তার পরিবার। তবে, এ ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে, কারা হামলা চালালো আব্দুল হাই কানুর ওপর?

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে বিষয়টি নিয়ে। এরপরই জানার চেষ্টা চলে, কারা চালালো এই ন্যাক্কারজনক হামলা?

পরিবারের লোকজন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী অভিযোগ করেছেন, বহু বছর আগে স্কুল কমিটির নির্বাচন নিয়ে কানুর সাথে পূর্ব বিরোধ ছিল জামায়াত সমর্থক আবুল হাসেমের। তারই লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

যদিও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান জানিয়েছেন, হামলাকারী সরাসরি তাদের কর্মী নন। তবে তিনি দলকে সমর্থন করে থাকতে পারেন।

এদিকে, তার ফেনীতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিবারের তরফ থেকেই। সেখানে তিনি আছেন এক নিকটাত্মীয়ের সঙ্গে। মারধর করায় বেশ আহত তিনি। আপাতত চিকিৎসা নিচ্ছেন ফেনী থেকেই। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামে নিজ বাড়িতে ফিরে আসার ইচ্ছার কথাও জানিয়েছেন বিভিন্ন জনকে।

আরও পড়ুন: কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে করা হলো এলাকাছাড়া

এর আগে, গতকাল রোববার উপজেলার পাতড্ডা গ্রামে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করে স্থানীয় কিছু লোক। শারীরিকভাবেও আঘাত করা হয় তাকে। এই ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ঘটনার প্রেক্ষাপটে নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একইসঙ্গে এটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দেয়া হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

/এমএইচআর

Exit mobile version