Site icon Jamuna Television

গাজায় সেফ জোনে ইসরায়েলি হামলায় নিহত ৫০

গাজায় হাসপাতাল, স্কুল এবং তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ লক্ষ করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ হামলায় আল-মাওয়াসি এলাকায় কয়েকটি শরণার্থী শিবিরে আগুন ধরে যায় এবং অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হন। একদিনে, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।  এ নিয়ে ১৪ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন।

/এআই

Exit mobile version