Site icon Jamuna Television

সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা লারা ট্রাম্পের

সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) তিনি এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সিনেটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণার সাথে সাথে লারা ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন জানুয়ারিতে আসছে বড় ঘোষণা। তিনি বড় কোনো পদ পেতে যাচ্ছেন, এ ঘোষণায় সেটাই বুঝাতে চেয়েছেন।

এবার রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) কো-চেয়ারওমেন হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। তবে এ মাসে সেই পদ ত্যাগ করেন। ফ্লোরিডায় বিদায়ী সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হতে পারেন তিনি বলে জানিয়েছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্প। তার জন্ম  ১৯৮২ সালের ১২ই অক্টোবর। নাম রাখা হয় লারা লিয়া ইউনাস্কা। এরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি লারা ট্রাম্প নাম ধারণ করেন।

মূলত, তিনি একজন আমেরিকান টিভি প্রযোজক, প্রচারণা বিষয়ক উপদেষ্টা এবং টেলিভিশনের সাবেক উপস্থাপিকা। এ বছর মার্চে, আরএনসির কো-চেয়ার নির্বাচিত হন তিনি।

/এআই

Exit mobile version